শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে তিন চেয়ারম্যান প্রার্থী জামানত বাজেয়াপ্ত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:২০, ১৭ জুন ২০২২

সোনারগাঁয়ে তিন চেয়ারম্যান প্রার্থী জামানত বাজেয়াপ্ত 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

বুধবার (১৫ জুন) মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিদিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।  

সূত্র জানায়, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এদের মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন শাহ মোহাম্মদ সোহাগ রনি, আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী টানা দুই বারের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, ঘোড়া প্রতীকে মাহবুবুর রহমান রক্সি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকে দেলোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করেন সুরুজ মিয়া। 

মোগরাপাড়া ইউনিয়ন ২৪ হাজার ৩৩৪ ভোটার রয়েছে।  নির্বাচনে আনারস প্রতীকে ৮৩১১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকা প্রতীক নিয়ে শাহ মোহাম্মদ সোহাগ রনি পেয়েছেন ৭২৪২ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে  ঘোড়া প্রতীকে মাহবুবুর রহমান রক্সি পেয়েছেন ৫৯ ভোট, হাতপাখা প্রতীকে দেলোয়ার হোসেন পেয়েছেন ৬৫৬ ভোট ও মোটর সাইকেল প্রতীকে সুরুজ মিয়া পেয়েছেন ১১০ ভোট। 

প্রাপ্ত ভোটের আট ভাগের এক অংশ ভোট না পাওয়ায় ঘোড়া, হাতপাখা ও মোটর সাইকেল প্রতীকের তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, মোগরাপাড়া ইউনিয়নের ৫জন প্রার্থীর মধ্যে তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রাপ্ত ভোটের আট ভাগের এক অংশ ভোট না পাওয়ায় ঘোড়া, হাতপাখা ও মোটর সাইকেল প্রতীকের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।