বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২২, ২০ জুন ২০২২

সোনারগাঁয়ে পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

রোববার (১৯ জুন) রাতে পাওয়ানাদারকে হুমকি দেওয়া হয়। 

সোমবার (২০ জুন) মো. ফাইজউদ্দিন বেপারী সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের সনমান্দি গ্রামের মো. ফাইজউদ্দিন বেপারী একই এলাকার শুক্কুর আলীর ছেলের আলী হোসেনের সনমান্দি মৌজায় বিভিন্ন দাগে ২৩০ শতাংশ জায়গা ৪৪ লাখ টাকা মূল্যের জমি কেনার জন্য ১০ লাখ টাকা স্ট্যাম্প দলিলে বায়না করেন মো. ফাইজউদ্দিন বেপারী। তিন মাসের মধ্যে এ জমি পুরো টাকা গ্রহন করে আলী হোসেন জমি রেজিষ্ট্রি করার অঙ্গিকার করেন। তিন মাস অতিবাহিত হওয়ার পর ৩৪ লাখ টাকা নিয়ে এ জমি রেজিষ্ট্রি করার জন্য বললে তালবাহানা শুরু করে। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। গত রোববার রাতে আলী হোসেনের কাছে মো. ফাইজউদ্দিন বেপারী বায়নার ১০ লাখ টাকা ফেরত চাওয়ায় অকথ্য ভাষায় গালমন্দ করে হত্যার হুমকি দেওয়া হয়। 

অভিযুক্ত আলী হোসেন জানান, জমির কেনা বেচার জন্য ১০ লাখ টাকার লেনদেন হয়েছে সত্য। এ টাকার ফেরত দিয়ে দিবো। সমস্যা থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তাকে হত্যার হুমকি দেওয়া হয়নি। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।