বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁ জাদুঘরের লেক ঘেঁষে ময়লার স্তূপ, নষ্ট হচ্ছে পরিবেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫২, ৬ নভেম্বর ২০২২

সোনারগাঁ জাদুঘরের লেক ঘেঁষে ময়লার স্তূপ, নষ্ট হচ্ছে পরিবেশ

ময়লার স্তূপ

মহাবীর ঈশা খাঁর স্বপ্নের নগরী নারায়ণগঞ্জের সোনারগাঁ। এখানে রয়েছে ইতিহাস-ঐতিহ্যের ধারক ও বাহক সোনারগাঁ জাদুঘর, যা প্রতিনিয়ত দর্শনার্থীদের মুগ্ধ করছে। এটি দেখতে দেশের দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। কিন্তু জাদুঘরের পূর্ব পাশে ‘প্রেমতলা’ সংলগ্ন লেক ঘেঁষে গড়ে ওঠা ময়লার স্তূপটি দর্শনার্থীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে জাদুঘরের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে তেমনি লেকের পরিবেশও দূষণ করছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ‘সোনারগাঁ জাদুঘরে’ সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই লেক ঘেঁষে ময়লার স্তূপটি রয়েছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত এর সমাধান করা। তা না হলে এটি ময়লার ভাগাড়ে পরিণত হবে। তখন দুর্গন্ধে দর্শনার্থীদের চলাচল দুরূহ হয়ে।

সরেজমিনে দেখা গেছে, লেক ঘেঁষে ময়লার স্তূপ। সেই ময়লা খুলে খুলে পড়ছে লেকের পানিতে। ফলে লেকের পানি নষ্ট হচ্ছে। দিন যত যাচ্ছে স্তূপটি ততই বাড়ছে। জাদুঘরের মধ্যে থাকা দোকানের প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট, ব্যবহাহৃত পলিথিনসহ সব ধরনের ময়লা এখানে ফেলা হচ্ছে। ফলে ওই জায়গায় উৎকট গন্ধে লেকের পাশ দিয়ে চলাচলকারী দর্শনার্থীদের ভোগান্তি বাড়ছে।

তৌকির আহমেদ নামের এক দর্শনার্থী জানান, ছোটবেলা থেকেই এখানে ঘুরতে আসি। এখানকার নির্মল পরিবেশ ভীষণভাবে আকৃষ্ট করে। বিশেষ করে লেকের পরিবেশ সবচেয়ে মুগ্ধ করে। কিন্তু এখানে আবর্জনা ফেলে যেভাবে ময়লার স্তূপ বানানো হয়েছে তাতে সেই পরিবেশটা এখন নেই।

পরিবার নিয়ে ঘুরতে আসা কামাল হোসেন নামের আরেক দর্শনার্থী জানান, এমন গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ফেলায় পরিবেশ নষ্ট হচ্ছে। অথচ কর্তৃপক্ষের কোনো নজর নেই। পূর্বে লেকের নির্মল বাতাস শরীরে এক প্রকার শিহরণ সৃষ্টি করতো। ময়লার স্তুপের কারণে ওই নির্মল বাতাস এখন পাওয়া যায় না।

পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন জানান, জাদুঘর কর্তৃপক্ষের উচিত অতি দ্রুত ময়লা-আবর্জনা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। পাশাপাশি কঠোর আইন করতে হবে যাতে কেউ এখানে ময়লা ফেলতে না পারে। এছাড়া জাদুঘরের মধ্যে পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা এবং সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে সচেতন করতে হবে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম জানান, নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোনো স্থানে ময়লা ফেলার কোনো নিয়ম নেই। কেউ লেকে ময়লা ফেললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্নকর্মীরা জাদুঘরের আশপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে।