শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দ্বিতীয় ক্রিকেট আসরে ব্যাচ-২০০০ নারায়ণগঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩২, ৩ মার্চ ২০২২

দ্বিতীয় ক্রিকেট আসরে ব্যাচ-২০০০ নারায়ণগঞ্জ

ফাইল ছবি

ব্যাচ-২০০০ নারায়ণগঞ্জ আয়োজনে ক্রিকেট কার্নিভাল সিজন-২ আসর শুরু হচ্ছে শুক্রবার থেকে। এ নিয়ে ইতিমধ্যে দুই গ্রুপের আটটি দল গুছিয়ে নিয়েছে খেলোয়াড়রা। সবাই জয়ে আশা নিয়ে নামবে আবার অনেকে লড়াই করতে মাঠে থাকবে বলে জানিয়েছে দলের অধিনায়করা।

গ্রুপ-এ দলে রয়েছে- রয়েল কিং নারায়ণগঞ্জ, বেড বয়েস অফ নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ ব্লাষ্টার, ইউ আর জিরো। গ্রুপ-বি দলে রয়েছে- প্রেডাটরস একাদশ, কিংস একাদশ নারায়ণগঞ্জ, ব্লু আইলেটস, নারায়ণগঞ্জ নাইট রাইর্ডাস। গ্রুপ ম্যাচগুলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের সোনাকান্দা হাট মাঠে অনুষ্ঠিত হবে জানিয়েছে আয়োজকরা।

৪ মার্চ শুক্রবার চারটি ম্যাচে মধ্যে সকাল ৮টায় উদ্বোধনী ম্যাচে নামবেন গ্রুপ-বি থেকে প্রেডাটরস একাদশ বনাম ব্লু আইলেটস। এর সাড়ে ৯টায় রয়েল কিং নারায়ণগঞ্জ বনাম বেড বয়েস, দুপুর ১২টায় ব্লু আইলেটস বনাম কিংস একাদশ নারায়ণগঞ্জ, দুপুর ৩টায় নারায়ণগঞ্জ ব্লাস্টার বনাম বেড বয়েস।

৫ মার্চ শনিবার সকাল ১০টায় রয়েল কিং নারায়ণগঞ্জ বনাম নারায়ণগঞ্জ ব্লাস্টার, দুপুর ১২টায় উই আর জিরো বনাম বেড বয়েস।

১১ মার্চ শুক্রবার সকাল ৮টায় প্রেডাটরস একাদশ বনাম কিংস একাদশ নারায়ণগঞ্জ, সকাল সাড়ে ৯টায় ব্লু আইলেটস বনাম নারায়ণগঞ্জ নাইট রাইডার্স, দুপুর ১২টায় প্রেডাটরস একাদশ বনাম নারায়ণগঞ্জ নাইট রাইডার্স।

১২ মার্চ শনিবার সকাল ৮টায় নারায়ণগঞ্জ ব্লাস্টার বনাম ইউ আর জিরো, সকাল ১০টায় নারায়ণগঞ্জ নাইট রাইডার্স বনাম কিং একাদশ নারায়ণগঞ্জ, দুপুর ১২টায় রয়েল কিং নারায়ণগঞ্জ বনাম ইউ আর জিরো।

১৮ মার্চ শুক্রবার ওসমানী ষ্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে মাঠে নামবেন গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি রানার্সআপ। সকাল ১১টায় দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবেন গ্রপ-বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-এ রানার্সআপ।

একই দিনে দুপুর আড়াইটায় ফাইনাল খেলা অংশ নিবে সকালে বিজয়ীরা।

ক্রিকেট আসরের আয়োজকদের অন্যতম সেতু খান জানান, ক্রিকেট কার্নিভাল সিজন-১ গত বছর শেষ করেছি। সেখানে আমাদের অনেক সহপাঠি অংশ নিয়ে ছিলো। এবারো ক্রিকেট কার্নিভাল সিজন-২ আসরে আমাদের অনেক সহপাঠি অংশ নিচ্ছে। এবার খেলোয়াড়দের মধ্যে অনেক আনন্দ ও উৎসবমুখী দেখতে পেয়েছি। প্রতিটি দলের ১৫জন করে খেলোয়াড় দেয়া হয়েছে, তারপর অনেকে অপেক্ষামান রয়েছে। তারপরও ক্রিকেট কার্নিভাল সিজন-২ আসরটি উপভোগ করার ওরা মাঠে থাকবে। আমাদের নারী সহপাঠিরাও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। গ্রুপ ম্যাচগুলো সমাপ্ত করার জন্য ইতিমধ্যে সোনাকান্দা হাট মাঠ অনুমতি নেয়া হয়েছে। মহান আল্লাহ সবর্দা ভালো রাখলে কাল শুক্রবার সকাল ৮টা থেকে আমরা খেলা শুরু করতে প্রস্তুত রয়েছি। আজ প্রতিটি দলের অধিনায়কের কাছে দলীয় জার্সি বিতরণ করা হবে।

উদ্বোধনী ম্যাচে প্রেডাটরস একাদশের অধিনায়ক জুবায়ের নিমন জানান, উৎসবমুখর দিন পরিণত করার জন্য মাঠে নামবো। আমরা সবাই প্রতিদিন ক্রিকেট খেলা হয় না। অনেকে কর্মজীবি রয়েছি, তার মধ্যে আমরা উদ্বোধনী ম্যাচটি স্মরণীয় হয়ে রাখতে চাই। আমাদের দলের সবাই উদ্বোধনী ম্যাচটি জয়ের অপেক্ষায় রয়েছি। মহান আল্লাহ আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়নে দোয়া চাই।