ফাইল ছবি
বন্দর উপজেলায় অসহায় ও দরিদ্রদের জন্য সরকারি খরচে আইন সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে উপজেলার সভা কক্ষে লিগ্যাল এইডর এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বন্দরের বন্দর উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ৫টি ইউনিয়ন পরিষদের মেম্বার, মহিলা মেম্বার ও সচিবরা অংশ গ্রহণ করেন। বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন বিষয়ক পরামর্শ প্রদান করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারি জেলা জজ মুক্ত মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা। ওই সময় লিগ্যাল এইড কর্মকর্তা বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এবং যারা টাকার জন্য আইন সহায়তা থেকে বঞ্চিত তাদের নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে পাঠানোর অনুরোধ করেন এবং বিষয়টি সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দেয়ার আহবান জানান।