শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

|

কার্তিক ২৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের উপর হামলা, হামলাকারীরা অধরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৩, ৫ অক্টোবর ২০২৪

আড়াইহাজারে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের উপর হামলা, হামলাকারীরা অধরা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা রয়েছেন। এ ঘটনায় ৫ আগষ্টের পর আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

এদিকে অবিলম্বে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করার দাবী জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। 

আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফের নেতৃত্বে সেদিন দলের কেন্দ্রীয় নেতাদের ওপর পরিকল্পিত ভাবে হামলা চালানো হয় বলে জানান তারা।

জানা গেছে, পাঁচ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। হামলার ঘটনায় আড়াইহাজার থানার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়িত বলে সেসময় অভিযোগ এনেছিলেন ছাত্রদল নেতারা। সরকার পতনের পর থেকেই তারা আত্মগোপনে রয়েছেন।

এদিকে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ২০২২ সালের ২৩ নভেম্বর আড়াইহাজার বাজারে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা হয়। এ ঘটনায় ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বেশ কয়েকজন নেতা আহত হন। 

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নেতা নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েস্বর চন্দ্র রায়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ডজন খানেক কেন্দ্রীয় নেতা। বিকেলে এ পথে তারা ফিরছিলেন ঢাকার দিকে। এসময় আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এসময় আড়াইহাজার ছাত্রদল নেতা ও জেলা ছাত্রদলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক জোবায়ের জিকু তাদের সাথে ছিলেন।

পরবর্তীতে হামলার খবর পেয়ে সেখানে গিয়ে তাদের পাওয়া যায়নি। এর আগেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ছাত্রদল নেতাকর্মীদের আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে নিয়ে মারধর করেন ও রক্তাক্ত আহত করেন হামলাকারীরা।