
ফাইল ছবি
পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বোনের সঙ্গে অভিমান করে কিটনাশক পান করে আত্মহনন করেন রেদোয়ান অনিক (২৬) নামের এক তরুণ এমবিবিএস চিকিৎসক। সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার রাতে কিটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তরুণ চিকিৎসকের মৃত্যুতে এলাকায় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সহপাঠী ও তার শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভবনাথপুর গ্রামের আশেক আলীর ছেলে রেদোয়ান অনিক গত শুক্রবার রাতে তার বোন নাবিলা আক্তারের সঙ্গে পারিবারিক কলহের জেরে ঝগড়া করেন। পরে রাতে কোন এক সময় পরিবারের সঙ্গে অভিমানর করে কিটনাশক পান করেন। বিষয়টি তাৎক্ষনিকভাবে জানতে পেরে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার দিবাগত রাতে মারা যান। রিদোয়ান অনিক মা ও শিশু বিভাগে এমবিবিএস সম্পন্ন করেছেন। মেধাবী এ শিক্ষার্থী ২০১৩ সালে সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও পরবর্তীতে ঢাকায় থেকে পড়াশোনা শেষ করেন।
এদিকে গতকাল মঙ্গলবার সকালে পিরোপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামে ওই চিকিৎসকের লাশ নিয়ে আসলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতরণা হয়। সেখানে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এসে ভীড় করেন। বাদ জোহর ভবনাথপুর ঈদগাহ মাঠে তার জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত চিকিৎসকের বাবা আশেক আলী জানান, রেদোয়ান অনিক এক মাস ধরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তার লেখাপড়ার পাশাপাশি বিসিএস পরীক্ষার মাধ্যমে চিকিৎসক নিয়োগের জন্য অনেক চেষ্টা করে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে। বাবা হিসেবে ছেলেকে অনেক বুঝিয়েছি। শেষ পর্যন্ত আর পারলাম না বলে কান্নায় ভেঙে পড়েন। তিনি আরো, পারিবারিক কলহের জেরে বোনের সঙ্গে অভিমান করে আত্মহত্যার অভিযোগটি সত্য নয়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।