বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অল্প কয়েক বছরের মধ্যেই নারায়ণগঞ্জ ভূগর্ভস্থ পানিশূন্য হয়ে পড়তে পারে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৬, ২৮ এপ্রিল ২০২৫

অল্প কয়েক বছরের মধ্যেই নারায়ণগঞ্জ ভূগর্ভস্থ পানিশূন্য হয়ে পড়তে পারে

ফাইল ছবি

শীতলক্ষ্যা নদীর দূষণ বিষয়ক এক সেমিনারে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক ড. মুহম্মদ সোহরাব আলী  বলেছেন, শীতলক্ষ্যা নদী দূষণে মৃতপ্রায়। মেঘনা নদীরও নারায়ণগঞ্জ সংলগ্ন অংশের পানিতে অক্সিজেনের পরিমাণ ১ শতাংশের নিচে যেটি কমপক্ষে ৫ শতাংশ থাকা প্রয়োজন। তাই নারায়ণগঞ্জবাসির জন্য  পানি দিন দিন দুর্লভ হয়ে উঠছে। নারায়ণগঞ্জের গার্মেন্টসসহ শিল্প কারখানার মালিকরা এখনই যদি পানি শোধন করে পুন: ব্যবহারের ব্যবস্থা না করেন তাহলে অদূর  ভবিষ্যতে তারা ভূগর্ভের পানিও পাবেন না।  কারণ নারায়ণগঞ্জে শিল্প কারখানার মাটির গভীরের পানি তোলার কারণে অল্প কয়েক বছরের মধ্যেই নারায়ণগঞ্জের মাটির নিচ পানি শূন্য হয়ে যাবে। তিনি আগামী ২ বছরের মধ্যে কারখানাগুলিক পরিবেশে  তরল বর্জ্য ফেলার পরিমাণ শূন্যে নামিয়ে আনার ব্যবস্থা গ্রহনের আহ্বান জানিয়ে বলেন,  নইলে প্রয়োজনে সরকার কারখানা বন্ধ করে দেবে।

অনুষ্ঠানে গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নারায়ণগঞ্জে সেন্ট্রাল এটিপি স্থাপনের দাবি জানিয়ে বলেন, এটিপির এত  ব্যায় এটি ছোট বা মাঝারি কারখানার পক্ষে বহন করা সম্ভব না। পিপিপি' র মাধ্যমে সরকার সেন্ট্রাল ইটিপি স্থাপন করলে সব পক্ষের জন্য ভালো হয়।

গতকাল শনিবার সকাল ১১ টায় নগরীর আলী আহমদ চুনকা মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে পরিবেশ অধিদপ্তর ঢাকা আঞ্চলিক অফিস।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক এইচ এম রাশেদ এর সভাপতি তে সেমিনারে আরো বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আশফাকুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সিনিয়র সহ-সভাপতি জাহিদুল হক দীপু, সাবেক সাধারণ সম্পাদক তারেক বাবু, পরিবেশ কর্মী কবি আরিফ বুলবুল, পারভেজ নীট গার্মেন্টসের কর্ণধার কোভিদ হোসেন পারভেজ, নীট কনসানঅ গার্মেন্টস এর জিএম ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, মাদার কালারের এজিএম মোহাম্মদ আলী, ইসলামী ফ্যাশন এর ম্যানেজার ইমতিয়াজ আহমেদ প্রমুখ।