বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৪, ২৮ এপ্রিল ২০২৫

ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট

ফাইল ছবি

বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য বিজি প্রেসে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

রোববার (২৭ এপ্রিল) রাতে প্রেসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।  

তিনি বলেন, গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসকে বলা হয়েছে। আদালতের আদেশে ও আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।