বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রিমান্ড শেষে আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন কারাগারে 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৬, ২২ এপ্রিল ২০২৫

রিমান্ড শেষে আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন কারাগারে 

ফাইল ছবি

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধানসহ ছয়জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। 

মঙ্গলবার (২২ এপ্রিল) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, রিমান্ড শেষে শুনানির জন্য আজ আরসা প্রধানসহ আসামিদের আদালতে তোলা হয়েছিল। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। 

এর আগে গত ১৭ মার্চ রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহসহ (৪৮) ছয় জনকে গ্রোপ্তার করে পুলিশ।