
খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন
নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার (২৬ এপ্রিল) হাসপাতাল পরিদর্শনে যান ডিসিসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এসময় ডিসির কাছে হাসপাতালের নিরাপত্তাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় তারা জানান, হাসপাতালের ভবন ও চিকিৎসকদের কোয়াটারে চুরির উপদ্রবের কথা। প্রায়ই হাসপাতালের জানালা দিয়ে রোগীদের মোবাইল, ব্যাগ ও বিভিন্ন আসবাবপত্র চুরি হয়। এটি এখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। এছাড়াও হাসপাতালের ভেতর পরিত্যক্ত একটি ভবনে অবাধে মাদক সেবন ও বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এসময় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, আমরা মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো। তাদের নাম দিন। আমরা এমনিতেও এখানে অভিযান পরিচালনা করবো।