
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা হাসপাতালের সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেছি। তারা বলেছে তারা সেবা পাচ্ছে, কোন সমস্যা নেই। ডাক্তাররা সেবা নিশ্চিত করবে এটাই আমাদের প্রত্যাশা। জনগণ যেন বলে হাসপাতালে গিয়ে আমরা ভাল সেবা পেয়েছি। তাহলেই আমরা বুঝবো আমরা সফল হয়েছি।
শনিবার (২৬ এপ্রিল) নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন ও হুইলচেয়ার বিতরণকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, হাসপাতালে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ উঠেছে। যারা মাদক সেবন করে এবং বিক্রি করে তাদের তালিকা আমরা চেয়েছি। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। ইতিপূর্বে সেনাবাহিনী এখান থেকে দুই দালালকে আটক করেছে। আগামীতেও যারা দালালি করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো।
তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে তাদের হুইলচেয়ারগুলো ম্যাক্সিমাম নষ্ট হয়ে গিয়েছে। তারা আমাদের কাছে হুইলচেয়ার দাবী করেছিল। রোগীরা যেন এগুলো ব্যাবহার করতে পারে। তাই আমরা আজ পাঁচটি হুইলচেয়ার দিলাম। যদি আরও প্রয়োজন হয় আমরা আরও হুইলচেয়ার দেবো।
তিনি বলেন, গ্রীন এন্ড ক্লীন সিটি কর্মসূচির আওতায় আমরা এই হাসপাতালে এক হাজার নতুন বৃক্ষ রোপণ করবো। এখানে ওয়েস্ট ম্যানেজমেন্টের সমস্যা আছে৷ পাশাপাশি এই রাস্তাটি ক্লিয়ার করার দাবী উঠেছে। আমরা তাদের সাথে বসবো। কীভাবে আমরা এটা ক্লীন করতে পারি সে ব্যাবস্থা আমরা নেবো।