মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

লাঙ্গলবন্দে চলছে অষ্টমী স্নান উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৪৯, ১৬ এপ্রিল ২০২৪

লাঙ্গলবন্দে চলছে অষ্টমী স্নান উৎসব

লাঙ্গলবন্দ স্নান উৎসব

নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে লাঙ্গলবন্দ স্নান উৎসব। 

সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে স্নান উৎসবের উদ্বোধন করেন হিন্দু নেতৃবৃন্দরা। এ স্নান উৎসব চলছে মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল ৪ টা ৫৬ মিনিট পর্যন্ত।

গত বছর ১৯টি ঘাটে স্নান অনুষ্ঠিত হলেও এ বছর আরো একটি ঘাট বৃদ্ধি পেয়ে মোট ২০টি ঘাটে স্নান অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড় সোনারগাঁ থানা এলাকাতেও পূণ্যার্থীদের স্নান করার ব্যবস্থা করা হয়েছে। তবে মূল অনুষ্ঠান এবং রাজঘাট সহ ঐতিহাসিক মহাত্মা গান্ধি ঘাট, প্রেমতলা ঘাট, কালীঘাট সহ প্রধান প্রধান প্রধান ঘাট গুলো নদের পশ্চিমপাড়ে হওয়ায় এখানে পূণ্যার্থীদের ভীড় বেশি হচ্ছে। চলমা স্নান উৎসবে ইতোমধ্যে লাখ লাখ পূণ্যার্থী স্নান সম্পন্ন করেছেন।
তবে অতিরিক্ত গরমের কারণে স্নান শেষে অনেক পূণ্যার্থীকে দ্রুত লাঙ্গলবন্দ এলাকা ত্যাগ করতে দেখা গেছে।

পূণ্যার্থীদের নিরাপত্তায় র‍্যাব, পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুরো এলাকায় সিসি টিভি ক্যামেরা স্থাপন করে প্রশাসনের নজরদারীর আওতায় আনা হয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে স্নান করতে এসে অতিরিক্ত গরমের কারনে মধ্য বয়স্ক কয়েকজন পূণ্যার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে আয়োজক কমিটির সহায়তায় মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পদাক শিপন সরকার শিখন জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ন ভাবে উৎসব পালিত হচ্ছে। সার্বিক নিরাপত্তায় পুলিশ প্রশাসন অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।