
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ রূপগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নারী আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় শিশু আহত হয়েছে।
নিহতরা হলেন, সাবিহা চৌধুরী (৩৭) ও সহকর্মী চালক জাহাঙ্গীর হোসেন মিলন। এ ঘটনায় সাবিহার ছেলে সিফাত চৌধুরী(১১) আহত হয়েছে।
শনিবার (২৬এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে ওই নারীকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পথচারী মো. মিন্টু মিয়া বলেন, বিকেল ৪টার দিকে তারাবো বিশ্বরোড ডেমড়া ব্রিজের কাছে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় গাউছিয়া পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে চালক ঘটনাস্থলে মারা যায় বলে জানা যায়। আহত নারী ও শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগকে নিয়ে আসলে ওই নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
খবর পেয়ে হাসপাতালে আসে মৃত সাবিহার পরিবার। সাবিহার খালা রাশেদা আক্তার বলেন, সাবিহার বাড়ি রূপগঞ্জ বরাবো কামাল নগর এলাকায়। তার বাবার নাম শাজাহান চৌধুরী। সাবিহা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিস সহকারীর চাকরি করতেন। বর্তমানে থাকতো মতিঝিল এজিবি কলোনিতে। সাবিহার দুই ছেলে তার নানির কাছে থাকে।
তিনি আরও বলেন, আজকে অফিস বন্ধ থাকায় তার বাবার বাড়িতে গিয়েছিল সাবিহা। সেখানে সাবিহা অফিস কলিগ ও ছেলে সিফাতকে একটি কাজের জন্য বের হয়েছিল। তার অফিস কলিগের নাম জাহাঙ্গীর হোসেন মিলন। জানতে পেরেছি সে ঘটনাস্থলে মারা গেছে। আহত সিফাত বরাবো একটি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে। আহত শিশুটির মাথায় আঘাত রয়েছে। এছাড়া বাম পা ভেঙে গেছে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিসাধীন আছে।