বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে এনসিপির বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৬, ২৬ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে এনসিপির বিক্ষোভ 

বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। 

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম-সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির আহ্বায়ক এডভোকেট আব্দুল্লাহ আল-আমিন।

বিকেল চারটার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি বঙ্গবন্ধু সড়ক অতিক্রম করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এসময় মিছিল থেকে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের জন্য সরকারের প্রতি দাবী জানান এনসিপির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন- দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, যুগ্ম-মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নিরব রায়হান এবং সদস্য সচিব জাবেদ আলম।