
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের বন্দরে চাঁদার দাবিতে গাছ কাটতে বাধাসহ রাবেয়া আক্তার(৩৭) নামে প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে কথিত জাতীয় পার্টির নেতা সালাম ও তার উচ্ছশৃঙ্খল পুত্রসহ সহযোগীরা।
এ ঘটনায় নিরীহ গৃহবধূ রাবেয়া আক্তার ১০ মে শনিবার রাতেই বাদী হয়ে জাপা নেতা সালাম ও তার পুত্রসহ ৪ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করেন নিন্মরূপঃ বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী রাবেয়া আক্তার (৩৭), স্বামী- মোঃ সুমন, সাং- মদনগঞ্জ বকুলতলা, উপজেলা/ থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, আপনার বন্দর থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ আব্দুস সালাম (৪৫), পিতা- মৃত সিদ্দিক মিয়া, ২। মোঃ শিশির (২০), পিতা- মোঃ আব্দুস সালাম, ৩। মোসাঃ আসমা (৪০), স্বামী- মোঃ আব্দুস সালাম, ৪। মোসাঃ কণা (১৮), পিতা- মোঃ আব্দুস সালাম, সর্ব সাং- মদনগঞ্জ বকুলতলা, উপজেলা/থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জদ্বয়ের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত বিবাদীদ্বয় আমাদের প্রতিবেশী। আমার স্বামী প্রবাসে থাকার সুবাদে আমি আমার সন্তান শাশুড়ি নিয়া বাড়িতে একা থাকি এবং তাহার সুযোগ নিয়া বিবাদীদ্বয় আমাদের নানা ধরনের হুমকি ধামকি ভয়ভীতি প্রদান করে। আমরা আমাদের বসতবাড়ির গাছ কাটিতে গেলে উক্ত বিবাদীদ্বয় আমাদের নিকট হইতে টাকা দাবি করে এবং তাহাদের চাহিদা মতো টাকা না দিলে আমাদের বাড়িতে কোন ধরনের কাজ করিতে দিবে না মর্মে হুমকি দেয়।
গত ৫মে সকাল অনুমান পৌণে ১০টায় আমরা বন্দর থানাধীন মদনগঞ্জ বকুলতলা সাকনিস্থ আমাদের বসতবাড়িতে আমরা শ্রমিক নিয়া একটি কড়ই গাছ কাটিতে গেলে উক্ত বিবাদীগণ দেশীয় অস্ত্রশস্ত্র, ছুরি চাকু নিয়া আসিয়া বাঁধা প্রদান করিয়া আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং উক্ত ১ ও ২নং বিবাদী আমাদের গাছ কাটার শ্রমিকের পায়ের রগ কাটিয়া ফেলিবে বলিয়া হুমকি প্রদান করে। সে সময় আমরা তাহাদের গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীদ্বয় আমাদের মারপিট করিতে উদ্ধত হয় এবং বেশি বাড়াবাড়ি করিলে আমাদের জীবন নাশ করিবার হুমকি ধামকিসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। বিবাদীগণের এহেন আচরণে আমরা ভয় ও আতঙ্কে আছি এবং বিবাদীদের দ্বারা বর্ণিত স্থানে আইন শৃঙ্খলার অবনতিসহ খুন জখমের আশঙ্কা করিতেছি।