
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমানকে শোকজ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন।
এসময় দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ডে জড়িত থাকার বিষয়ে আগামী ৭২ ঘন্টার মধ্যে উপস্থিত হয়ে মাহাবুবকে কারণ দর্শানোর নির্দেশ দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান।
এর আগে রূপগঞ্জে ছাত্রলীগের এক নেতাকে বাঁচাতে ছাত্রদলের বহিষ্কৃত নেতা জায়দুল বাবুর ছোঁড়া গুলিতে যুবদল নেতার ভাই মামুন নিহত হন। ছাত্রদল নেতা বাবু স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা হিসেবে পরিচিত এবং তার বলয়ে রাজনীতি করতেন বলে জানা গেছে। হত্যাকান্ডের পর বাবুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে ছাত্রদল।