
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলী আকবর খান (৩০) নামের এক যুবককে একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) দিবাগত রাত আড়াইটায় মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আকবর মুন্সিগঞ্জের গজারিয়ায় থানার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাঈমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ
অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম বলেন, মেঘনা টোলপ্লাজা অংশে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করাকালীন সময়ে মোটরসাইকেলযোগে আসা আটককৃতের গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। সেসময় গাড়ির টুল বক্সের ভেতরে রক্ষিত একটি ASTRA মডেলের বিদেশি পিস্তল এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি তার সঙ্গে থাকা অস্ত্র ও গুলির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।