মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এক নজরে নারায়ণগঞ্জের সকল এমপিদের তালিকা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:০৫, ২৮ আগস্ট ২০২৩

এক নজরে নারায়ণগঞ্জের সকল এমপিদের তালিকা

ফাইল ছবি

দেশের রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নারায়ণগঞ্জ। ঢাকার খুব কাছে হওয়ায় নারায়ণগঞ্জের বিশেষ গুরুত্ব রয়েছে। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখানকার রাজনীতি আবারও সরগরম হতে শুরু করেছে। 

পাঁচটি সংসদীয় আসন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ জেলা। সংসদীয় আসনগুলোর নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় ও স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং  যাচ্ছে। 

১৯৮৬ সাল থেকে নারায়ণগঞ্জের নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসন। এ আসনে ১৯৮৬ সালে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সুলতান উদ্দিন ভূঁইয়া। ১৯৯১ সালে বিএনপির মনোনয়নে নির্বাচিত হন আব্দুল মতিন চৌধুরী। ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কেএম শফিউল্লাহর এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে এ আন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী গোলাম দস্তগীর। ২০১৪ ও ২০১৮ সালেও একই আসন থেকে নির্বাচিত হন গাজী। 

নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-২ আসন। ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে প্রথমে আওয়ামী লীগ ও পরবর্তীতে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এম এ আউয়াল। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচিত হন আতাউর রহমান খান আঙ্গুর। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হন এমদাদুল হক ভূইয়া। ২০০৮ সালের নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হন নজরুল ইসলাম বাবু। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবু।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসন। ১৯৮৬ সালের নির্বাচনে এ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মোবারক হোসেন। ১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আবু নূর মোহাম্মদ বাবুল হক। ১৯৯১ সাল থেকে টানা বিশ বছর এ আসনে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির রেজাউল করিম। ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হন আবদুল্লাহ আল কায়সার। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন লিয়াকত হোসেন খোকা। 

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসন। ১৯৮৬ সালে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মোবারক হোসেন। ১৯৯১ সালে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সিরাজুল ইসলাম। ১৯৯৬ সালে বিএনপির মনোনয়নে মোহাম্মদ আলী সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শামীম ওসমান। ২০০১ সালে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ গিয়াসউদ্দিন। ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হন সারাহ বেগম কবরী। ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হন শামীম ওসমান। 

নারায়ণগঞ্জের সদর ও বন্দর থানা ও উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসন। ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নাসিম ওসমান। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচওত হন আবুল কালাম। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হন এস এম আকরাম। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সেলিম ওসমান।