শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

টোল ১০ টাকা চাঁদাবাজি ৮০ টাকা ধরা পড়লো ছাত্রদের হাতে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৭, ৯ আগস্ট ২০২৪

টোল ১০ টাকা চাঁদাবাজি ৮০ টাকা ধরা পড়লো ছাত্রদের হাতে

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মন্ডলপাড়া এলাকায় যানবাহন থেকে টোল নির্ধারন করা হয়েছে ১০টাকা। কিন্তু কোন প্রকার রশিদ ছাড়াই সিএনজি প্রতি ৮০ টাকা করে চাঁদা নেওয়ার সময় ছাত্রদের কাছে হাতে নাতে ধরা পড়লো চাঁদাবাজ। পরে ছাত্ররা বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের নগর ভবনে বাজার মনিটরিং কর্মকর্তাকে নিজের দায়িত্ব সম্পর্কে জেরা শুরু করে। ছাত্রদের জেরা মুখে আগামীকাল থেকে বিষয়গুলো নিয়মিত মনিটরিং করার প্রতিশ্রুতি দিয়েছেন বাজার কর্মকতা জহিরুল আলম।

বৃহস্পতিবার ৮আগস্ট দুপুরে মন্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এদিন সকাল থেকেই ছাত্ররা নারায়ণগঞ্জে রাজপথে ট্রাফিক নিয়ন্ত্রন সহ বিভিন্ন বিষয় মনিটরিংয়ে অবস্থান নেন।

যাদের মধ্যে ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী পবন প্রধানের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীর একটি গ্রুপ ওই কর্মসূচীতে অংশ নিয়েছিলো।

পবন প্রধান সংবাদচর্চাকে জানান, সকল শিক্ষার্থীদের সাথে আমাদের গ্রুপও ছিলো। আমি ছিলাম গ্রুপ লিডার। আমাদের গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ থেকে ৩০জন শিক্ষার্থীদের মধ্যে আকাশ শেখ, জুবায়ের, তমাল, রাছরান, তানজিল, ফাহিম, ফরহাদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমরা সকল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত দায়িত্ব পালন করেছি। যার মধ্যে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব, শহর পরিস্কার করা, বাজারের উর্ধগতি নিয়ন্ত্রনে বাজার মনিটরিং, বাজারকে সিন্ডিকেট মুক্ত করা, রাস্তায় যানবাহনে চাদাঁবাজি বন্ধ এসব বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অভিযোগ দায়ের করার দায়িত্ব পালন করেছি।

তিনি জানান দুপুরের দিকে আমরা মন্ডলপাড়া ব্রিজের ওখান থেকে একজনকে ধরেছিলাম। যে কিনা প্রতি সিএনজি থেকে ৮০ টাকা করে চাদাঁ আদায় করছিলো। কিন্তু কোন প্রকার রশিদ দিচ্ছিলোনা। আমরা এই বিষয়টি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজার মনিটরিং কর্মকর্তাকে অবহিত করি। সেই সাথে ওনারা কেন বিষয়টি মনিটরিং করছে না এ ব্যাপারে প্রশ্ন করলে আগামীকাল থেকে নিয়মিত মনিটরিং করবে বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সিটি কর্পোরেশন থেকে সকল তালিকা সংগ্রহ করেছি। সেখানে মাত্র ১০ টাকা করে টোল আদায়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সকলের উদ্দেশ্যে পবন প্রধান বলেন, আমাদের যে আন্দোলনটা ছিলো আর এখনকার যে পরিশ্রম এটা সম্পূর্নটাই ছাত্রদের উদ্যোগে হয়েছে। আমরা যেন আমাদের গণতন্ত্র ফিরে পাই এটাই আমাদের লক্ষ্য। আমরা কোন দলের জন্য কিছু করি নাই। এখন দেশে পদত্যাগ করার পর থেকে যা লক্ষ্য করছি সদ্য বিদায়ী সরকারের আমলে যে দুর্নীতি ও লুটপাট ছিল এখন তার থেকে বেশি লুটপাট, চাদাঁবাজি চলছে। এসব কারা করছে? এগুলো বের করা আমাদের দায়িত্ব নয়, এসব আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। উনারা যেন এই সঠিক দায়িত্বটা পালন করেন। আমাদের আন্দোলনটা যেন তারা বৃথা যেতে না দেন। এখনো কোন দলীয় সরকার আসেনি এখনই যদি এমন চলে তাহলে আমরা আন্দোলন করলাম কিসের জন্য? যদি এমন চলতে থাকে তাহলে আমরা আবারো আন্দোলনে নামবো। আমাদের কাজ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। যখন দেখবো গণতন্ত্র হারিয়ে যাচ্ছে তখন আমরা আবারো যে কোন দলের বিরুদ্ধে আন্দোলনে নামতে প্রস্তুত আছি।