সোমবার, ১২ মে ২০২৫

|

বৈশাখ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ের সাবেক চেয়ারম্যান মাসুম বিমানবন্দরে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৫, ১২ মে ২০২৫

সোনারগাঁয়ের সাবেক চেয়ারম্যান মাসুম বিমানবন্দরে গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমকে ঢাকা বিমান বন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (১২ মে) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পার হওয়ার সময় মাসুমকে গ্রেপ্তার করে পুলিশ।

বর্তমানে তিনি ঢাকায় ইমিগ্রেশন পুলিশের হেফাজতে আছেন। মাসুমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে। 

সোনারগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজুল রহমান বলেন, মাসুমকে কিছুক্ষণ আগে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।