
বকনা বাছুর বিতরণ
আড়াইহাজার উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প উপজেলা কমিটির উদ্যেগে ২০২৪-২৫ অর্থ বছরে দেশীয় মাছ ইলিশের প্রজনন রক্ষার্থে ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নিবন্ধিত সুফলভোগী জেলেদের হাতে এ বকনা বাছুর তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এই সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন দফতরের প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক জালাকান্দীতে সমালয়ে চাষাবাদকৃত উফশী জাতের বোরো ধান কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে কর্তনের উদ্ধোধন ও কৃষকদের সাথে মত বিনিময় এবং মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।