শুক্রবার, ১৭ মে ২০২৪

|

জ্যৈষ্ঠ ২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ৫০০ পিছ ইয়াবাসহ কক্সবাজারের নারী মাদক কারবারি বন্দরে গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৯, ২ মে ২০২৪

বন্দরে ৫০০ পিছ ইয়াবাসহ কক্সবাজারের নারী মাদক কারবারি বন্দরে গ্রেপ্তার 

ফাইল ছবি

বন্দরে ঢাকাগামী এশিয়ান ট্রান্সর্পোটে তল্লাশী চালিয়ে ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রুপবান (৩৫) নামে কক্সবাজারের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  ধৃত নারী মাদক কারবারি রুপবান বেগম কক্সবাজার জেলার সদর থানার লাইট হাউজ ( জিয়া গেস্ট হাউজের ভিতর) এলাকার মৃত রহিম মোল্লা মিয়ার মেয়ে। 

গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (২ মে) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১লা মে) বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা মেট্রো ব ১৪-৯৪৪৪ নাম্বারের গাড়ীতে তল্লাশী চালিয়ে খয়রী রংএর ভ্যান্টি ব্যাগের ভিতরে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ- পরিদর্শক ইকবাল আহমেদ দিপু বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১(৫)২৪ তাং- ১-৫-২৪ইং। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি রুপবান বেগম দীর্ঘ দিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।