
ফাইল ছবি
বন্দর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেন বলেছেন, আমি সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। দীর্ঘ তিন মাস আপনারা মাঠে ময়দানে আমার পক্ষে কাজ করে আজ আপনারা চূড়ান্ত ভাবে বিজয়ী হয়েছেন। এই বিজয় আমার না, পুরো উপজেলাবাসী।
বুধবার (৮ মে) বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আপনারা শান্ত থাকবেন। নির্বাচনী আচরণবিধি আপনারা মেনে চলবেন। কোন আনন্দ মিছিল করা যাবে না। আপনারা দীর্ঘ তিন মাস পরিশ্রম করে জয়ের মালা ছিনিয়ে এনেছেন। আমি আপনাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, আমি আপনাদের অনুরোধ করবো। আপনারা জয়ী হয়েছেন। এটাই আমাদের জন্য অনেক বড় কথা। আপনারা পরিশ্রম করে এই ফসল ঘরে এনেছেন। আপনারা এই ফসলের হেফাজত করবেন।