
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ও আওয়ামীলীগের প্রবীণ নেতা আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ মারা গেছেন। (ইন্না-লিল্লাহ ... রাজিউন)।
২৩ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় তিনি নিজ বাসভবন নিতাইগঞ্জে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আগামীকাল বুধবার সকাল ১০টায় নাসিক কাযালয় সামনে জানাযা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত। শোক প্রকাশ করেছেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা তাহের উদ্দিন সানি, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জামির হোসেন রনি সহ নেতৃবৃন্দরা।
এর আরাফাত মরহুমের বাসায় গিয়ে নিজামের পরিবারকে শান্তনা দেন ও আওয়ামী লীগের অতীত রাজনীতি কমকান্ড স্মরণ করেন। নিজাম উদ্দিন দীঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাসায় শয্যা অবস্থায় ছিলেন।