শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নাশকতা রুখতে চারিদিকে অবস্থান বিএনপি ও অঙ্গ সংগঠনের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৮, ২৬ নভেম্বর ২০২৪

নাশকতা রুখতে চারিদিকে অবস্থান বিএনপি ও অঙ্গ সংগঠনের

বিএনপির অবস্থান

নারায়ণগঞ্জে সনাতন জাগরন মঞ্চের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধকে ঘিরে নাশকতা কিংবা কোন ধরনের সহিংসতা রোধে নেতাকর্মীদের নিয়ে অবরোধকারীদের চারিদিকে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। 

সোমবার (২৫ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়া গোল চত্বরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এর আগে শহরের দেওভোগ এলাকা থেকে মিছিল নিয়ে চাষাঢ়া আসেন তারা। ইসকন নেতা মানিক চন্দ্র সরকার ও মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন পালের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন।

এদিকে তাদের অবরোধের খবরে মিশনপাড়া এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে গোল চত্বরের একপাশে অবস্থান নেয়।