
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে জেলা বিএনপি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে জেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার (৬ মে) ভোর থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা নির্ধারিত স্থানে অবস্থান নেন।
সকাল থেকেই খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে কুড়িল বিশ্বরোড এলাকার আশেপাশে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। দলের শীর্ষ নেত্রীর আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
এর আগে সকাল ১০ টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ চার মাস পর লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া।