
অধ্যাপক মামুন মাহমুদ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, শুধু রাস্তাঘাট ক্লিন করলে হবে না। সরকারি দপ্তর গুলোকেও ক্লিন করতে হবে। সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে দালাল মুক্ত করতে হবে।
শনিবার (১০ মে) জেলা প্রশাসনের আয়োজনে গ্রীন এন্ড ক্লীন নারায়ণগঞ্জ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, ডিসি সাহেব হয়ত চলে যাবেন তার কর্মসূচি তিনি রেখে যাবেন। কার কাছে রেখে যাবেন। সেই কাঠামো তাকে তৈরি করতে হবে। বৃক্ষ সংগ্রহ করা সহজ, রোপণ করাও সহজ। কিন্তু এটাকে বড় করা বেশ কঠিন। আপনারা এক লক্ষ গাছ লাগাবেন। আমরা আপনাকে সমর্থন দিতে চাই। আমরাই এর সুফল ভেগ করবো, তাই আমরাও প্রয়োজন হলে সহযোগীতা করতে চাই।
বিএনপি সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চায়। শুধু মানুষের অধিকার রক্ষা নয়। প্রতিটি ক্ষেত্রে বিএনপি মানুষের জন্য কাজ করতে চায়।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের প্রান শীতলক্ষ্যাকে কীভাবে বাঁচানো যায়। দেশের অন্য জায়গায় তাবদাহ শুরুর আগে নারায়ণগঞ্জে তাপদাহ শুরু হয়ে যায়। এখানে এত কারখানা, এত ইট ভাটা এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। শহরের বাইরেও যে আবাসন হচ্ছে, সেখানে যেন কেউ খাল, পুকুর দখল করতে না পারে সেদিকেও আমাদের নজর দিতে হবে।