সোমবার, ১২ মে ২০২৫

|

বৈশাখ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৪, ১১ মে ২০২৫

আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৪ এর  নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, দ্বীনি সংগঠন নারায়ণগঞ্জ জেলার ছদর মাও. মজিবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন নারাণগঞ্জ জেলার সভাপতি মুহা. ওমর ফারুক, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জেলা সেক্রেটারি, মুহা. জাহাঙ্গীর করিব প্রমুখ নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামী নির্বাচনে হাতপাখার পক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আসনভিত্তিক কমিটি গঠন কার্যক্রম চলছে।

মাও. দ্বীন ইসলাম বলেন, স্বৈরাচার নিষিদ্ধ হয়েছে। কিন্তু নব্য কোন স্বৈরাচার যেন মাথাচাড়া দিয়ে দাড়াতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামীতে ইসলামের পক্ষে সকলকে সমর্থন দেয়ার উদাত্ত আহবান জানান।