
ছাত্রলীগ নেতা রুবেল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রলীগ নেতা রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন।
এর আগে রোববার রাতে আড়াইহাজার থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। রুবেল আড়াইহাজারের সাবেক চেয়ারম্যান আমানের ছোট ভাই। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
এদিকে রুবেলকে গ্রেপ্তারের খবরে রাতেই আড়াইহাজার থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। রুবেলসহ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ছাত্রলীগ নেতা রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।