
বিএনপির গণতান্ত্রিক আন্দোলন থেকে গণঅভ্যুত্থান ও রাষ্ট্র সংস্কার বিষয়ক আলোচনা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠান
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজীজুল ইসলাম রাজীব বলেছেন, বিএনপির হাতে যখনই ক্ষমতা ছিল তখনই বাংলাদেশে গণতন্ত্র ছিল। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস বিএনপির ইতিহাস। বিএনপির বাইরে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস নেই।
রোববার (১১ মে) বিএনপির গণতান্ত্রিক আন্দোলন থেকে গণঅভ্যুত্থান ও রাষ্ট্র সংস্কার বিষয়ক আলোচনা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমরা অনেকেই হয়ত জানি না গণতন্ত্রের মহত্ত্ব কতখানি। গণতান্ত্রিক ব্যাবস্থার মাধ্যমেই বিনা রক্তপাতে ক্ষমতার পরিবর্তন সম্ভব। গণতন্ত্র মানুষের মর্যাদা, ব্যাক্তি স্বাধীনতা ও মালিকানার কথা বলে। অন্য কোন মতবাদের মানুষ কখনও রাষ্ট্রের মালিকানা পায়নি। জনগণকে রাষ্ট্রের মালিকানা দেয় গণতন্ত্র।
তিনি বলেন, গণতান্ত্রিক চেতনা থেকে আমরা বৈষম্যের শিকার হয়ে আমরা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হলাম। কিন্তু এরপর কী হল, দেশে বাকশাল কায়েম করা হল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।