
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাজল হত্যা মামলায় শিমু আক্তার (৩৪) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ মে) নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শিমু আক্তার (৩৪) সোনারগাঁয়ের জিয়ানগর এলাকার ওয়াহিদুল্লাহর স্ত্রী।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, সোনারগাঁয়ের হত্যা মামলায় শিমু নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামসুল আরেফিন টুটুল বলেন, ২০১৫ সালের ৯ জুলাই শিমু আক্তার তার স্বামীর বাড়িতে সতীন কাজলকে শ্বাসরোধে হত্যা করে। এই ঘটনায় কাজলের বাবা মো. আবুল কালাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।