বুধবার, ২০ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৬, ২৩ জুন ২০২৫

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় যুবকের কারাদণ্ড

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার থানার দায়ের করা অস্ত্র মামলায় মো. ইকবাল (৪৫) নামে যুবককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইকবাল ফতল্লার সস্তাপুরের আব্দুল করিমের ছেলে। রায় ঘোষণার সময়ে আসামী ইকবাল আদালতে উপস্থিত ছিলো। 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০০৪ সালের ১২ জুলাই ফতুল্লার কুতুবাইল এলাকায় ইকবালের কক্ষ থেকে ২ রাউন্ড গুলিসহ একটি ৩২ বোরের রিভলবার উদ্ধার করা হয়। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামীর উপস্থিতিতে ১৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।