সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বর্ষবরণে চারুকলার প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৫, ১৩ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জে বর্ষবরণে চারুকলার প্রস্তুতি

শোভাযাত্রার উপকরণ তৈরী

নারায়ণগঞ্জে বর্ষবরণে প্রস্তুতি নিচ্ছে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার (১৩ এপ্রিল) শহরের দেওভোগে চারুকলায় গিয়ে দেখা যায়, সেখানে মঙ্গল শোভাযাত্রার নানা উপকরণ তৈরীতে ও রঙ তুলির আচড়ে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। 

বছর ঘুরে আবার আসছে বৈশাখ। ১৪৩১ বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে গোটা দেশ। এ থেকে পিছিয়ে পড়েনি নারায়ণগঞ্জই। ইতোমধ্যে চারুকলা উদ্যোগে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার জন্য নানা উপকরণ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থী ও শিল্পীরা।

চারুকলার সাবেক শিক্ষার্থী সিফাত জানান, প্রতি বছরের মত এবারো আমরা আয়োজন করছি। আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমরা ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার জন্য নানা উপকরণ তৈরি করেছি। এখন শেষ মুহুর্তের ব্যস্ত সময় পার হচ্ছে।

এদিকে পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, বৈশাখকে ঘিরে আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইতোমধ্যে আমাদের পুলিশের বিভিন্ন টিম শহরজুড়ে নজরদারি করছে।