শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে শিক্ষার্থীদের অবস্থান, অবরোধ 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ১৮ জুলাই ২০২৪

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে শিক্ষার্থীদের অবস্থান, অবরোধ 

শিমরাইলে শিক্ষার্থীদের অবস্থান

নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবীতে ও পুলিশের সাথে সংঘর্ষে দেশব্যাপী ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেয়। 

এসময় কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরাও এই আন্দোলনে অংশ নেন। 

এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুরোপুরি বন্ধ হয়ে গেছে যান চলাচল। 

এর আগে গতকার দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘাতের ঘটনায় রাতে দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন ছাত্ররা।