
ফাইল ছবি
কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১ টা থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া গোল চত্বর ও প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২ টা) শিক্ষার্থীদেরর বিক্ষোভ চলমান আছে।
এর আগে সকাল ১১ টা থেকে প্রেসক্লাবের নিচে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এদিকে চাষাঢ়ায় অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসে যুক্ত হয়েছেন। তারা এখানে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করবেন বলে জানান।