
ফাইল ছবি
কোটা সংষ্কারের দাবীতে আন্দোলনরত নিরীহ ছাত্র-ছাত্রীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা এবং গুলি করে নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই দিনের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল ১৮ জুলাই বৃহস্পতিবার চাষাড়া শহীদ মিনারে বিকাল ৪টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে এবং শুক্রবার সারাদেশের সকল মসজিদে মসজিদে দোয়া এবং মিছিল করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, সরকার জনগণের দেয়া ভ্যাট ট্রাক্স নিজেদের মধ্যে ভাগাভাগি করে বিদেশে পাচার করছে। কোটার নামে নিজেদের দলীয় লোকজনদের চাকুরী দিয়ে রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খাচ্ছে। এ জন্য মেধাবীদের দূরে রাখছে। তিনি আন্দোলনরত ছাত্রদের দাবীর প্রতি একাত্মতা ঘোষণা করে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবী মেনে নিতে হবে। যার যার অবস্থান থেকে দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাড়াতে হবে।