
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১ টা থেকে কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
এর আগে সকাল ১১ টায় শিক্ষার্থীরা জড়ো হয়ে কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে নানা শ্লোগান দেন। পরে সেখানে সড়ক অবরোধ করে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, কাঁচপুরে ওমর আলী স্কুলের সামনে ঢাকাগামী সড়কে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে।