
গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি
নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা স্লোগানকে সামনে রেখে 'গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির উদ্বোধন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
শনিবার (১০ মে) এই কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে বকুল গাছ রোপণের মাধ্যমে পরিবেশের প্রতি ভালোবাসার প্রতীক স্বরূপ একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। এরপর বেলুন উড়িয়ে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির সূচনা ঘোষণা করা হয়।
এসময় সময় জেলার ১৪টি নির্ধারিত স্থানে একযোগে প্রায় ১০,০০০ গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করেন এবং “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচিকে একটি সময়োপযোগী ও সুদূরপ্রসারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি নদী রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন জনাব ডাঃ এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) মোঃ নূর কুতুবুল আলম, আনসার ও ভিডিপি, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত, সড়ক ও জনপদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।