সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে বন্দরে বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

না.গঞ্জে বন্দরে বিএনপির লিফলেট বিতরণ

লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে বন্দর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে নবীগঞ্জ বাসস্ট্যান্ডের সামনে থেকে এ কর্মসূচী শুরু করে দলটির নেতাকর্মীরা। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ মহানগর বিএনপি ও বন্দর থানা, উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।