
রিয়া
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত শুক্রবার নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির ছাদে গিয়েছিল শিশু রিয়া গোপ। এ সময় হঠাৎ একটি গুলি এসে লাগে ৬ বছরের রিয়ার মাথায়।
ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তবে ফুটফুটে শিশুটিকে বাঁচানো যায়নি। ৫ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।
রিয়ার বাবা দীপক কুমার গোপ জানান, তাঁর মেয়ে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে মেয়েটা শুক্রবার বিকেলে চারতলা বাড়ির ছাদে গিয়েছিল। তখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। এ সময় একটি গুলি এসে রিয়ার মাথায় লাগে।