শুক্রবার, ১৭ মে ২০২৪

|

জ্যৈষ্ঠ ২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ক্যাসিনোকাণ্ডে দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানের প্রার্থিতার ওপর স্থিতাবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২১, ২ মে ২০২৪

আপডেট: ২৩:২৯, ২ মে ২০২৪

ক্যাসিনোকাণ্ডে দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানের প্রার্থিতার ওপর স্থিতাবস্থা

ফাইল ছবি

ক্যাসিনোকাণ্ডের আলোচিত ও অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে সাজাপ্রাপ্ত আসামি সেলিম প্রধানের প্রার্থীতা ও প্রতীক বরাদ্দের জন্য দেওয়া উচ্চ আদালতের আদেশের ওপর স্থিতাবস্থা জারি হয়েছে। আগামী ৫ মে এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। 

বৃহস্পতিবার (২ মে) সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত উচ্চ আদালতের আদেশের ওপর—এই স্থিতি অবস্থা জারি করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মাহিন এম রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মাহিন এম রহমান জানান, রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন সাজাপ্রাপ্ত আসামি সেলিম প্রধান। গত ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে অর্থপাচার ও দুদকের মামলায় সাজার কারণে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন। পরে মনোনয়নের বৈধতা চেয়ে জেলা প্রশাসক বরাবর সেলিম প্রধান আপিল করেন। গত ২৮ এপ্রিল জেলা প্রশাসক আপিল খারিজ করে মনোনয়ন বাতিল বহাল রাখেন। ৩০ এপ্রিল উচ্চ আদালতে নিজের প্রার্থীতার বৈধতা ও প্রতীক বরদ্দ চেয়ে রীট করেন সেলিম প্রধান। এর প্রেক্ষিতে সেলিম প্রধানের প্রার্থীতার বৈধতা ও প্রতীক বরাদ্দের আদেশ দেয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। 

বৃহস্পতিবার সেই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আপিল করেন রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান। আপিলের প্রেক্ষিতে আদালত সেলিম প্রধানের করা রীটের বিষয়বস্তুর ওপর স্থিতি অবস্থা জারি করেন। আগামী ৫ মে এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। 

হাবিবুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। এসময় তার সহকারী হিসেবে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক উচ্চ আদালতের আদেশের উপর স্থিতি অবস্থা জারি করেন। 

ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী উড়োজাহাজ থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়।