শুক্রবার, ১৭ মে ২০২৪

|

জ্যৈষ্ঠ ২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অবশেষে নারায়ণগঞ্জে নামলো স্বস্তির বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৩, ২ মে ২০২৪

অবশেষে নারায়ণগঞ্জে নামলো স্বস্তির বৃষ্টি

ফাইল ছবি

টানা একমাস দাবদাহের পর অবশেষে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা। 

বৃহস্পতিবার (২ মে) রাত ৯টার দিকে বৃষ্টি পড়ার খবর পাওয়া যায়।  

শহরের বিভিন্ন এলাকা, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দরসহ একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এর আগে সন্ধ্যা থেকেই জেলাজুড়ে আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে বিদ্যুতও চমকাতে দেখা যায়।

এদিকে মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

এতে আরও বলা হয়, দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মাসের দ্বিতীয়ার্ধে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।