রোববার, ১১ মে ২০২৫

|

বৈশাখ ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জ শহরকে রক্ষা করতে হলে না.গঞ্জের নদীকে রক্ষা করতে হবে : শরফ উদ্দিন আহমদ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০২, ১০ মে ২০২৫

না.গঞ্জ শহরকে রক্ষা করতে হলে না.গঞ্জের নদীকে রক্ষা করতে হবে : শরফ উদ্দিন আহমদ 

’গ্রীন এন্ড ক্লীন নারায়ণগঞ্জ’ কর্মসূচি উদ্বোধন

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জ শহরকে রক্ষা করতে হলে নারায়ণগঞ্জের নদীকে রক্ষা করতে হবে। বর্ষায় যেমন তেমন শীতে যখন এখানে আমি এসেছি এখনের দুর্গন্ধে পাশে দাঁড়ানো দায় ছিল। এ অবস্থায়ই মানুষ দেখেছি নদীতে গোসল করছে। এটা অত্যন্ত দুঃখজনক। 

শনিবার (১০ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে 'গ্রীন এন্ড ক্লীন নারায়ণগঞ্জ' কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, আজকের গরমে আমরা বুঝতে পারছি আমাদের গাছ লাগানো কতটা জরুরি। গাছ অক্সিজেনের ফ্যাক্টরি। ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনে আপনাদের গাছ লাগাতে হবে। নারায়ণগঞ্জে অনেক খাল, নদী-নালা ছিল। আপনারা খালগুলো উদ্ধার করুন, যেন বৃষ্টির সিজনে মানুষের কষ্ট না হয়। নারায়ণগঞ্জবাসী আপনাদের সহযোগীতা করবে এটা আমার বিশ্বাস।

তিনি বলেন, নারায়ণগঞ্জের গত বিশ বছরের পরিবর্তনের চিত্র দেখলে আমরা দেখবো প্রতিনিয়ত আমরা সবুজায়নকে বিসর্জন দিয়েছি। প্রতিনিয়ত আমরা খাল-বিল, নদী ধ্বংস করেছি। এখানে কী আমরা বাঁচতে পারবো? নদী না বাঁচলে আমরা টিকে থাকতে পারবো না। নদীকে কেন্দ্র করেই সভ্যতাগুলো গড়ে উঠেছে। নারায়ণগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি হয়েছে নদীকে কেন্দ্র করে। নারায়ণগঞ্জের ব্যাবসাও নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। 

শুধু নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সিটি করপোরেশন নারায়ণগঞ্জকে বাঁচাতে পারবে না যদি নারায়ণগঞ্জবাসী এগিয়ে না আসে। আমি ব্যাবসায়ীদের আহ্বান জানাবো আপনারাও এগিয়ে আসুন। প্রতিটি ব্যাবসা প্রতিষ্ঠান যদি অঙ্গীকার করে ব্যাবসায় প্রতিষ্ঠানের সামনের জায়গা টুকু আপনি পরিষ্কার করবেন, সামনে ড্রেনটি যেন বন্ধ হয়ে না যায় সেদিকে খেয়াল রাখুন। পাশের দোকান কী করে দেখার দরকার নেই। আপনি আপনার দায়িত্ব পালন করুন, দেখবেন নারায়ণগঞ্জ কীভাবে ক্লীন হয়ে যায়।

ড্রেন বা খাল পরিষ্কার করতে গেলে ড্রেন বা খাল থেকে এমন কোন জিনিস নেই যা উদ্ধার করা হয়নি। এ কাজগুলো আমরা একটু সচেতন হলেই করতে পারি। আমি নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ করবো আপনারা আমাদের জেলা প্রশাসককে সহযেগীতা করবেন।

নারায়ণগঞ্জ বিপ্লবীদের শহর। প্রতিটি আন্দোলনে নারায়ণগঞ্জ অগ্রনী ভূমিকা পালন করেছে। নারায়ণগঞ্জের মানুষ সবক্ষেত্রেই এগিয়ে আছে। এক সময় নারায়ণগঞ্জ থেকে জাতীয় দলে অনেক ফুটবলার এসেছে। একটি সুন্দর সমাজ গড়তে আমাদের-আমার পরবর্তী প্রজন্মের কথা ভাবতে হবে।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হয়েছে বেশিদিন হয়নি। সিটি করপোরেশন হওয়ার পর আপনাদের সেবার মান কী খুব বেশি পরিবর্তন হয়েছে? আমরা কী আমাদের শিশুদের পর্যাপ্ত খেলার জায়গা করে দিতে পেরেছি? আমরা পারিনি। এই শিশুরাই পরবর্তীতে নেতৃত্ব দিবে সমাজের। তাই আমাদের তাদের কথা ভাবতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।