মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

|

আষাঢ় ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নিউজ নারায়ণগঞ্জ কখনও অন্যায়ের বিরুদ্ধে মাথানত করেনি : দিপু ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৬, ১৩ মে ২০২৫

আপডেট: ১০:২৩, ১৪ মে ২০২৫

নিউজ নারায়ণগঞ্জ কখনও অন্যায়ের বিরুদ্ধে মাথানত করেনি : দিপু ভূঁইয়া 

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, দুর্যোগপূর্ণ সময়েও তারা ভেঙে পড়েনি। নিউজ নারায়ণগঞ্জ কখনও অন্যায়ের বিরুদ্ধে মাথানত করেনি। 

মঙ্গলবার (১৩ মে) নিউজ নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, একবার আমার নামে ভুল নিউজ আসার পর আমি নিউজটি নামিয়ে নিতে বলেছিলাম। তখন তারা আমাকে বলেছিল আমার পোর্টাল বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি নিউজটি নামাবো না। কারণ তারা সত্যের সাথে থাকে। সত্যের সাথে থেকেই তারা এটা করেছিল হয়ত।

তিনি আরো বলেন, নিউজ নারায়ণগঞ্জে জাতীয় মিডিয়ার চেয়েও বেশি ভিউ আসে। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।