সোমবার, ১৩ মে ২০২৪

|

বৈশাখ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অগ্নি ঝুঁকি : বহুতল ভবনে প্রশাসনের অগ্নি নিরাপত্তা কার্যক্রমের সমাপ্তি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৩, ২৮ এপ্রিল ২০২৪

অগ্নি ঝুঁকি : বহুতল ভবনে প্রশাসনের অগ্নি নিরাপত্তা কার্যক্রমের সমাপ্তি

ফাইল ছবি

নারায়ণগঞ্জে রমজান মাসজুড়ে শহরের বানিজ্যিক ভবন ও রেস্টুরেন্টে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালায় প্রশাসন। এসময় বেশ কয়েকটি ভবন ও রেস্টুরেন্টকে সতর্ক করেছিল প্রশাসন।  অগ্নি ঝুঁকি নিয়ন্ত্রণে গঠন করা হয়েছিল জেলা ভবন নিরাপত্তা বিষয়ক কমিটি। তবে এর কোনটিই কাজে আসেনি।

অগ্নি ঝুঁকি থাকায় শহরের লা-ভিস্তা, চাঁদের পাহাড়ের মত রেস্টুরেন্টগুলো উচ্চ ঝুঁকিতে আছে বলে সেসময় সময় বেঁধে দিয়েছিল প্রশাসন। অনতিবিলম্বে এগুলো সরিয়ে নিতে নির্দেশ দিয়েছিল প্রশাসন। এঘটনার পর কিছুদিন বন্ধ থাকলেও এখনও দেদারসে চলছে রেস্টুরেন্টগুলো।

অন্যদিকে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে নানা উদ্যোগ নেয়া হলেও এর কোনটিই কার্যকর হয়নি। আগের মতই ঝুঁকি নিয়ে চলছে বানিজ্যিক ভবন ও রেস্টুরেন্টগুলো।

স্থানীয়রা জানায়, দেশে বড় কোন অগ্নি দুর্ঘটনা ঘটলে প্রশাসন কয়েকদিনের জন্য লোক দেখানো দৌড়ঝাঁপ করে। কিছুদিন পরে যেমন ছিল সেটা তেমনিই চলতে থাকে। এদের বিরুদ্ধে স্থায়ী ব্যাবস্থা না নিলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হবো আমরা।