মঙ্গলবার, ২১ মে ২০২৪

|

জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে ৪ স্পটে বিশুদ্ধ পানি ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০১, ৩০ এপ্রিল ২০২৪

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে ৪ স্পটে বিশুদ্ধ পানি ব্যবস্থা

ফাইল ছবি

তীব্র দাহে সাধারণ মানুষের মানুষের তৃষ্ণা মেটাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্ট বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 

গত কয়েকদিন ধরেই দপ্তরটি থেকে সাধারণ তৃষ্ণাদের তৃষ্ণা মেটানোর উদ্যোগ গ্রহন করেছেন সরকারী এই সংস্থাটি।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ খান জানান, গত কয়েকদিন যাবত নগরীর ৪টি গুরুত্বপূর্ন জনবহুল পয়েন্ট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে তৃষ্ণার্ত মানুষদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গন, ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল(ভিক্টোরিয়া) হাসপাতালের সামনে, চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এবং নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের নামে ১২০০ লিটারের ট্যাংক ভাসমান হিসেবে বসানো হয়েছে। যার মাধ্যমে তৃষ্ণার্ত মানুষকে এই গরমে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করা হয়েছে।