মঙ্গলবার, ২১ মে ২০২৪

|

জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ভবন নিরাপত্তা কমিটির ভবন পরিদর্শন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৫, ১০ মে ২০২৪

নারায়ণগঞ্জে ভবন নিরাপত্তা কমিটির ভবন পরিদর্শন 

ফাইল ছবি

নারায়ণগঞ্জে কয়েকটি আবাসিক ও বানিজ্যিক ভবন ও রেস্টুরেন্ট পরিদর্শন করেছেন জেলা ভবন নিরাপত্তা বিষয়ক কমিটির সদস্যরা।

শুক্রবার (৯ এপ্রিল) এ অভিযান পরিচালিত হয়।

এসময় চাষাঢ়া এলাকায় অবস্থিত চাঁদের পাহাড় রেস্টুরেন্ট, লা ভিয়েস্তা রেস্টুরেন্টে , সুগন্ধা প্লাস রেস্টুরেন্ট পরিদর্শন করেন তারা। 

কমিটির সদস্যগণ রেস্তোরাঁ ও ভবনের মালিকদের ভবনের ইমার্জেন্সি সিঁড়ি, ওয়াটার রিজার্ভয়ার, রেস্তোরার রান্নাঘরের পরিচ্ছন্নতা, গ্যাস সংযোগ ও  বিদ্যুৎ ব্যবহার সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 

এর আগে গত ফেব্রুয়ারী মাসের আইন শৃঙ্খলা মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী জেলা ভবন নিরাপত্তা বিষয়ক কমিটি (আবাসিক ও বাণিজ্যিক) গঠিত হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কমিটির আহ্বায়ক। এছাড়াও অন্যান্য অন্যান্য সদস্যরা হলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জ এর প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ এর প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলী ডিপিডিসি এর প্রতিনিধি, উপমহাব্যবস্থাপক, তিতাস গ্যাস আঞ্চলিক বিপণন বিভাগ, উপমহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ এবং ফায়ার সার্ভিস এর প্রতিনিধি।