
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের তরুণদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। আমাদের তরুণ বীর যোদ্ধাদের প্রাপ্য সম্মান আমরা দেয়ার চেষ্টা করছি। আগামী দিনে তারা এ সম্মান ধরে রাখবে এবং দেশ গঠনের কাজে নিয়োজিত থাকবে বলে আমরা বিশ্বাস করি।
বুধবার (৩০ এপ্রিল) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত (সি ক্যাটাগরির) ব্যাক্তিদের আর্থিক অনুদান প্রদান ও জুলাই শহীদ পরিবারের সঞ্চয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সকলের অধিকার নিশ্চিত হবে। আমরা বিশ্বাস করি আমাদের সেই রাষ্ট্র গঠনে তরুণরা এগিয়ে আসবে। আমরা আপনাদের সকলকে নিয়ে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে চাই। আমরা আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই।
তিনি আরও বলেন, আমাদের অসহায় লাগে। একটি দেশের মানুষ নিজের দেশের মানুষকে কীভাবে আহত করে। কোন পর্যায়ের রুচি হলে এটা করা যায়, আমি জানি না। আমরা মানবিক রাষ্ট্র চাই। যেখানে একজনের সমস্যায় দশজন এগিয়ে আসবে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই।