
প্রতীকী ছবি
আড়াইহাজারে ডাকাতি সংঘঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বড় বিনাইরচর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এই ঘটনায় আহত হয়েছে ২ জন।
গৃহকর্তা রফিকুল ইসলাম ডালু জানান, রাত আনুমানিক ২টা সময় ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল দরজা ভেঙ্গে তার বাড়ীতে প্রবেশ করে। প্রথমে ছোট ভাই বীরমুক্তিযোদ্ধা বিএম ফারুকের কারখানা ঢুকে ম্যানাজার মোমেনকে পিটিয়ে আহত করে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এর পর আমার ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ীর সকলকে জিজি¥ করে নগদ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। বাধা দেওয়ায় আমার ভাতিজা নাবিলকে কুপিয়ে আহত করে। এরপর ডাকাতদল একে একে আমার ৪টি ভাড়াটিয়ার ঘরে ঢুকে নগদ ৭৫ হাজার টাকা লুটে নেয়। আহত মোমেন ও নাবিলকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি। সহকারী পুলিশ সুপার সি সার্কেল মেহেদী হাসান জানান, খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।